ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৪ জুন) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস.আলম কোল্ড রোল্ড স্টিলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৮ শতাংশ।
আর ১ টাকা ৩০ পয়সা বা ৭.৩৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সানলাইফ ইন্স্যুরেন্স ৭.১০ শতাংশ, এম.এল ডাইং ৫.৮১ শতাংশ, এইচ.আর টেক্সটাইল ৫.১০ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৪.৮৩ শতাংশ, এপেক্স ট্যানারি ৪.৮১ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৬৫ শতাংশ ও লাভেলো আইসক্রিম ৪.৫৯ শতাংশ দর কমেছে।
