ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন

ব্রাক ব্যাংকেই আস্থা বিনিয়োগকারীদের

ব্রাক ব্যাংকের শেয়ারেই যেন আস্থা খুঁজে পাচ্ছে বিনিয়োগকারীরা। আগের দুই দিনের মত আজ বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ২২ কোটি ২৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ২০৩  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ৭ কোটি ৭৮ লাখ, মিডল্যান্ড ব্যাংক ৬ কোটি ৬৮ লাখ, সী পার্ল বীচ রিসার্ট ৬ কোটি ৪০ লাখ, উত্তরা ব্যাংক ৪ কোটি ৩১ লাখ, বীচ হ্যাচারি ৪ কোটি ৫ লাখ, মালেক স্পিনিং ৩ কোটি ৭৫ লাখ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন