পবিত্র ঈদুল-আযহা উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। ঈদ উপলক্ষ্যে আগামী ৫জুন থেকে ১৪ জুন পরযন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঈদুল আযহা উপলক্ষ্যে বৃহস্পতিবার, ৫ জুন থেকে ১২ জুন পরযন্ত সরকারি ছুটি থাকবে। এই সময় দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে। পুঁজিবাজারে কোন লেনদেন হবে না। ১৩ ও ১৪ জুন শক্র ও শনিবার থাকায় টানা ১০ দিনের ছুটিতে থাকবে পুঁজিবাজার।
আগামী ১৫ জুন, রবিবার থেকে আগের নিয়মে লেনদেন চলবে পুঁজিবাজারে।