ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ১২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক ৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
লাভেলো আইসিক্রম ২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্রামীণফোনের ৭৮ লাখ, আইটি কনসালটেন্টসের ৭৫ লাখ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
