ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:৩৪ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ঢাকা ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৮১ পয়সা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪৭ পয়সা।

ঢাকা ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে । আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১ টাকা ৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা।

আগামী ১৬ সেপ্টেম্বর সকাল টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন