সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১০৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৭৪ কোটি ২২ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে মিডল্যান্ড ব্যাংক ২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ইস্টার্ণ ব্যাংকের ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ৩ কোটি ৯১ লাখ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্টের ৩ কোটি ৮৯ লাখ, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৫৪ লাখ, রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ২৫ লাখ, এনসিসি ব্যাংকের ৩ কোটি ৯ লাখ, বিএরটিবিসির ২ কোটি ৭১ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
