ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

ডিভাইস চার্জের সময় পরিহার করতে হবে যেসব অভ্যাস

সবার কাছে খুব শখের জিনিস হলো তার ব্যবহার্য ডিভাইস। হোক সেটা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ বা গেম কনসোল।

সবার কাছে খুব শখের জিনিস হলো তার ব্যবহার্য ডিভাইস। হোক সেটা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ বা গেম কনসোল। তবে ডিভাইসকে দীর্ঘদিন ধরে সচল রাখতে ডিভাইসের লিথিয়াম-আয়ন ব্যাটারিকে ভালো রাখতে হয়।

আজকাল অনেক নামি কোম্পানির ডিভাইস মেরামত করা কঠিন ও ব্যয়বহুল। ফলে ব্যাটারি নষ্ট হলে বদলানো ঝামেলাপূর্ণ। তাই কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করে ব্যাটারির আয়ু অনেকটাই বাড়ানো যায়। এসব ভুল এড়িয়ে চললে ডিভাইস বছরের পর বছর টিকে যেতে পারে-

ব্যাটারি শূন্যে নামিয়ে ফুল চার্জ দেয়া

ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হলো দুটি, ১০০ পারসেন্ট চার্জে রাখা আর পুরো জিরো পারসেন্ট পর্যন্ত নামিয়ে ফেলা। ব্যাটারি ৮০ পারসেন্টের বেশি চার্জ করলে ভোল্টেজের কারণে ব্যাটারির কোষগুলো দ্রুত নষ্ট হতে পারে। আবার ২০ পারসেন্টের নিচে নামলে ব্যাটারির রাসায়নিক গঠন খারাপ হয়ে যায়। তাই সেরা ফল পেতে হলে ডিভাইসের চার্জ ২০-৮০ পারসেন্টের মধ্যে রাখার চেষ্টা করা উচিত।

ভুলভাবে ওয়্যারলেস চার্জার ব্যবহার করা

ওয়্যারলেস চার্জার আধুনিক হলেও ডিভাইস গরম করে। আর গরম মানেই ব্যাটারি ক্ষয়। তবে এখন অনেক ওয়্যারলেস চার্জার যেমন অ্যাপল ম্যাগসেফ বা অ্যান্ড্রয়েডের কিউআই টু ম্যাগনেট দিয়ে ফোনের জায়গা নির্ধারণ করে দেয়। এতে ফোনটি গরম কম হয়। তবে ভুলভাবে ফোন রাখলে তাপ বেশি হবে, তাই ঠিকমতো স্থাপন করতে হবে।

খুব গরম বা ঠাণ্ডা জায়গায় চার্জ দেয়া

গরম পরিবেশে চার্জ দিলে ব্যাটারি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন বিছানার বালিশের নিচে, সরাসরি রোদে বা গরম গাড়ির ভেতর। অ্যাপল জানায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯৫ ডিগ্রি ফারেনহাইটের ওপর চার্জ দিলে ডিভাইসের স্থায়ী ক্ষতি হতে পারে। ঠাণ্ডায়ও ব্যাটারি সাময়িকভাবে খারাপ হয়, কিন্তু অতিরিক্ত ঠাণ্ডায় (শূন্যের নিচে) স্থায়ী ক্ষতি করে।

খারাপ মানের চার্জার বা কেবল ব্যবহার করা

কম দামি, অচেনা ব্র্যান্ডের চার্জার ব্যাটারির ক্ষতি করতে পারে। এগুলোয় নিরাপত্তা মান বজায় না থাকায় ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। নিরাপদ থাকতে পরিচিত ও নামি ব্র্যান্ড ব্যবহার করা অথবা মূল কোম্পানির চার্জার ব্যবহার করা ভালো।

খুব মোটা কেস ব্যবহার করা

ফোন কেস তাপ বের হতে দেয় না। চার্জের সময় প্লাস্টিক বা মোটা কেস ফোনকে গরম করে তোলে। তাই অ্যাপলও পরামর্শ দেয় কিছু ক্ষেত্রে কেস খুলে চার্জ দিতে। চার্জ দেয়ার সময় ফোন বেশি গরম লাগলে কেস খুলে নিতে হবে। ল্যাপটপ কেসের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

চার্জের সময় ডিভাইসে ভারী কাজ করা

চার্জের সময় ভারী কাজ, যেমন গেম খেলা, ভিডিও এডিটিং করলে ফোন গরম হয়ে যেতে পারে। ল্যাপটপের মতো ডিভাইসে চার্জ করার সময় ভারী গেমিং না করাই ভালো।

ওয়াই-ফাই ও ব্লুটুথ চালু রাখা

ওয়াই-ফাই ও ব্লুটুথ চালু রেখে ফোন চার্জে দিলে ফোনের শক্তি বেশি খরচ হয়, চার্জ ধীরে হয়। তাই অ্যারোপ্লেন মোড অন করে বা ফাস্ট চার্জ শর্টকাট ব্যবহার করে চার্জ দেয়া ভালো।

ল্যাপটপ ১০০ পারসেন্ট চার্জে প্লাগ ইন করে রাখা

আগে ধারণা ছিল ল্যাপটপ যদি সবসময় ১০০ পারসেন্ট চার্জে প্লাগ ইন করে রাখা হয়, তাহলে ব্যাটারির ক্ষতি হয়। এখনকার ল্যাপটপগুলো একটু স্মার্ট। চার্জ ফুল হলে সরাসরি বিদ্যুৎ দিয়ে চলে, ব্যাটারি ব্যবহার করে না।

তবু ব্যাটারি যদি দীর্ঘ সময় ফুল চার্জে থাকে, তখন ভেতরে চাপ (ভোল্টেজ) বেশি পড়ে, ফলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। তাই ৮০ পারসেন্ট পর্যন্ত চার্জ রেখে ব্যবহার করাটা ব্যাটারির জন্য ভালো।

সারসংক্ষেপে বললে, ডিভাইসের চার্জ দেয়ার অভ্যাসই ঠিক করে দেবে সেটি কতদিন ভালো থাকবে। সহজ কিছু নিয়ম মানলেই ব্যাটারিকে দীর্ঘ সময় ধরে ভালো রাখা যায়।

স্ল্যাশগিয়ার অবলম্বনে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ