ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন

৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

মন্দা পুঁজিবাজারে কোনভাবেই যেন বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যাচ্ছে না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের বাজারকে টেনে তোলার সব চেষ্টায় যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। ধারাবাহিক দরপতনে সূচক প্রতিদিনই তলানিতে নেমে যাচ্ছে। আজ মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির।

এর আগে ২০২০ সালের শেষের দিকে করোনা মহামারির কারণে দেশের পুঁজিবাজারে ধস হয়।  ২০২০ সালের ১২ আগস্ট ডিএসই প্রধান সূচক ৪ হাজার ৬৩৩ পয়েন্টে নেমে গিয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে। আজ ডিএসইতে ২৭২ কোটি ৭৪  লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৯ কোটি ৮৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৬১ লাখ টাকার।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১  হাজার ৭২৪ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ২৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট  কমেছে। এদিন সিএসইতে ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন