প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গুগলের নানা সেবাও দিনে দিনে আরো উন্নত ও ব্যবহারযোগ্য হয়ে উঠছে।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গুগলের নানা সেবাও দিনে দিনে আরো উন্নত ও ব্যবহারযোগ্য হয়ে উঠছে। গুগল লেন্স নামের অ্যাপ্লিকেশনটি অনেকেই স্মার্টফোনে ব্যবহার করে। তবে এ টুল যে কম্পিউটারেও ব্যবহার করা যায়, তা হয়তো অনেকেরই অজানা। মোবাইলে গুগল লেন্স ক্যামেরার মাধ্যমে চারপাশের দৃশ্য বিশ্লেষণ করে কাজ করে। তবে কম্পিউটারে এটি স্ক্রিনে থাকা ছবি বা ভিডিও দেখে তথ্য খুঁজে বের করে। ফলে ওয়েবপেজ, ভিডিও, পোস্ট বা ছবির ভেতরের তথ্য খুব সহজেই জানা সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ার অবলম্বনে কম্পিউটারে গুগল লেন্সের কার্যকর পাঁচটি ব্যবহার সম্পর্কে তুলে ধরা হলো—

বস্তুর পরিচয় শনাক্ত
ইন্টারনেটে বিভিন্ন ছবিতে দেখা যায় গাড়ি, ঘড়ি বা পোশাক যার পরিচয় জানা থাকে না। গুগল লেন্স প্রযুক্তির মাধ্যমে ছবিতে থাকা নির্দিষ্ট অংশ নির্বাচন করে পাওয়া যায় সে বস্তুর ব্র্যান্ড, মডেল বা উৎস সম্পর্কিত তথ্য। অনেক সময় অনলাইনে কোথায় কিনতে পাওয়া যায় তাও দেখায়। গাড়ির মতো দামি কিছু হলে কাছাকাছি ডিলার বা দোকান কোথায় আছে এবং দামের তুলনামূলক পর্যালোচনার তথ্যও জানা যায়।
রঙের কোড নির্ণয়

পোশাক, ঘরের দেয়াল বা যেকোনো ডিজাইন থেকে কোনো নির্দিষ্ট রঙ ভালো লাগলে অনেক সময় সে রঙের ঠিকঠাক নাম বা শেড জানা কঠিন হয়ে পড়ে। গুগল লেন্সের মাধ্যমে ছবির ওই অংশে ক্লিক করলে সে রঙের হেক্স কোড পাওয়া যায়। কোডটি ব্যবহার করে অনলাইনে মিলিয়ে নেয়া যায় ঠিক সে রঙের কাপড়, রঙ বা অন্য উপকরণ।
ঐতিহাসিক শিল্পকর্ম বিশ্লেষণ
ইন্টারনেটে পাওয়া কোনো পুরাতাত্ত্বিক নিদর্শন বা শিল্পকর্মের উৎস, যুগ, নির্মাণ কৌশল ইত্যাদি জানার আগ্রহ থাকলে গুগল লেন্স তা সহজ করে দেয়। ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করলেই লেন্স সে শিল্পকর্মের বিবরণ, সংশ্লিষ্ট গবেষণা ও অনুরূপ নিদর্শনের তথ্য হাজির করে। কখনো কখনো পাওয়া যায় নির্দিষ্ট বিক্রয়সংক্রান্ত লিংক কিংবা অনুরূপ প্রতিলিপির তথ্যও।
ছবি থেকে রেসিপির খোঁজ
ফেসবুক বা ইনস্টাগ্রামে খাবারের সুন্দর ছবি দেখে ঘরে বানিয়ে স্বাদ নেয়ার ইচ্ছা জাগতেই পারে। গুগল লেন্স ব্যবহার করলে সে খাবারের নাম, কী দিয়ে তৈরি, কীভাবে রান্না করতে হয় সবই জানা যায়। অনেক সময় বাড়তি স্বাদ পেতে আরো কী উপাদান যোগ করা যায় তাও জানায় লেন্স। চাইলে ভিডিও টিউটোরিয়ালও পাওয়া যায়। এতে রেসিপি বুঝতে আরো সুবিধা হয়।
দৃশ্য দেখে স্থান শনাক্ত
যেকোনো সিনেমা, ডকুমেন্টারি বা ভ্রমণসংক্রান্ত ভ্লগে দেখা যায় অপরিচিত স্থান বা মনুমেন্ট। স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সে দিলে সে স্থানের নাম, ইতিহাস ও অবস্থান পাওয়া যায়। কোনো নিদর্শন, শহরের ছবি বা পরিচিত গাড়ির নম্বরপ্লেট দেখেও জায়গা শনাক্ত করতে সক্ষম প্রযুক্তিটি। খেলাধুলার ভক্তদের কাছে ‘জিওগেসার’-এর মতো খেলায়ও এটি বেশ কাজের।
গুগল লেন্স এখন আর শুধু মোবাইল অ্যাপে সীমাবদ্ধ নেই। কম্পিউটারেও সহজেই ব্যবহার করা যায়। কোনো পণ্যের ছবি দেখে তার তথ্য জানা, কোনো জায়গা শনাক্ত করা, কিংবা ছবির রঙের সঠিক কোড বের করা—এসব কাজ এখন গুগল লেন্স দিয়ে সম্ভব। প্রযুক্তি নিয়ে যাদের কৌতূহল আছে, তাদের জন্য এটি দিন দিন দুর্দান্ত এক সহায়ক টুল হয়ে উঠছে।