পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ জমি অধিগ্রহণের সম্মতি পেয়েছে। কোম্পানিটি মাগুরার শেরপুরে ৩৭৪ ডেসেমেল এবং ভালুকা, ময়মনসিংহে ৪০৭ ডেসিমেল জমি অধিগ্রহণ করবে।
গত ২৪ এপ্রিল কোম্পানির পর্ষদ জমি অধিগ্রহণ ও বিক্রির সম্মতি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করবে। এছাড়া কোম্পানিটির পর্ষদ ময়মনসিংহের বড়ডেবায় কৌশলগত ব্যবসার উদ্দেশে ৫৫২ ডেসিমেল জমি বিক্রি করবে।
এদিকে কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্য জমা দিতে দেরি করায় ডিএসই কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছে।
