ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

বোর্ড সভার এজেন্ডা প্রত্যাহার করেছে ইউসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সোমবার (১৯ মে) বোর্ড সভা অনুষ্ঠান করেছে। তবে কোম্পানিটির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ ও ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করেনি পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আবার নতুন তারিখ ঘোষণা করবে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১, ডিসেম্বর, ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশ ঘোষণা করবে। ৩১ মার্চ, ২০২৫ সমা্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে প্রথম প্রান্তিকের তথ্য প্রকাশ করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন