ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২১১টি বা ৫৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৬.১৯ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলসের। আজ কোম্পানিটির দর ১০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ইউনিটটির দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেকের ৪.৮৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৫৪ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ৪.৫০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.৪১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪.২৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩.৪৪ শতাংশ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৩৭ শতাংশ দর কমেছে।