টানা দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তলানিতে নেমেছে। লেনদেন বাড়লেও তা আর ২০০ কোটির ঘর কোনভাবেই অতিক্রম করতে পারছেনা। সোমবার ডিএসইতে মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। কমেছে ডিএসইতে টাকার অংকে লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩ কোটি ৮২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯২ কোটি ৬০ লাখ টাকার।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ২০২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।