ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

মেঘনা কনডেন্সড মিল্কসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২০২টি বা ৫০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা  বা ৯.২৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। আজ শেয়ারটির দর দশমিক ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৭.৩৬ শতাংশ, ন্যাশনাল টি ৫.৯১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ৫.৪০ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.২৬ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৫.১৫ শতাংশ, খুলনা প্রিন্টিং ৪.৭৬ শতাংশ ও সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৪৯ শতাংশ  দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন