ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

চোখ দিয়ে স্ক্রোল করা যাবে অ্যাপলের ভিশন প্রো

ভিশন প্রো হেডসেটে একটি নতুন ফিচার পরীক্ষা করছে অ্যাপল। ফিচারটি চোখের সাহায্যে স্ক্রোল করার সুবিধা দেবে।

ভিশন প্রো হেডসেটে একটি নতুন ফিচার পরীক্ষা করছে অ্যাপল। ফিচারটি চোখের সাহায্যে স্ক্রোল করার সুবিধা দেবে। ফলে হাত নাড়ানোর আর দরকার হবে না।

অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান সম্প্রতি জানান, হালনাগাদকৃত ভিশনওএস ৩-তে শুধু তাকিয়েই অ্যাপ ব্রাউজ করা বা দীর্ঘ লেখা পড়া যাবে। অ্যাপলের সব নিজস্ব অ্যাপেই ফিচারটি কাজ করবে বলে জানা গেছে। তৃতীয় পক্ষের অ্যাপেও এটি যুক্ত করতে ডেভেলপারদের জন্য টুলস আনছে টেক জায়ান্টটি। খবর দ্য ভার্জ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ