পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ১২ কোম্পানি এখনও ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠান করেনি। আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩ কোম্পানির মধ্যে ৮ কোম্পানি বোর্ড সভা অনুষ্ঠান করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বোর্ড সভা না করার তালিকায় রয়েছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, ফ্যাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স অ্যঅন্ড সার্ভিসেস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, ফনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল ও উত্তরা ফিন্যান্স লিমিটেড।
প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো বছরে দুই মেয়াদে লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো ডিসেম্বর ক্লোজিং। আর বাকী কোম্পানিগুলো অর্থবছর শেষ হয় জুনে।
জানা গেছে, আলোচ্য কোম্পানিগুলেোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স ইতোমধ্যে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আর আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সরকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) জুন ক্লোজিং।

লভ্যাংশ না দেওয়া কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানি পুঞ্জীভূত লোকসানে রয়েছে। এরা শেয়ারহোল্ডারদের দীর্ঘদিন কোন লভ্যাংশ দেয়না। দিনের পর দিন লোকসানের কারণে এসব কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ নেই বললেই চলে। বর্তমানে কোম্পানিগুলো ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে।
নিয়ম অনুযায়ী, আর্থিক বছর শেষ হওয়ার চার মাস বা ১২০ দিনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বছর শেষের নিরীক্ষিত আর্থিক হিসাব চূড়ান্ত করা হয়। এই হিসাব চূড়ান্ত করার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়।