ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শনিবার (১৭ মে) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ।
আর ২ টাকা বা ৯.৬২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ৯.৫৪ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৮.৪৮ শতাংশ,শাহজিবাজার পাওয়ার ৭.৫৪ শতাংশ, বাটা সু’র ৭.৩০ শতাংশ, ইনটেকের ৭.১৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.৪৯ শতাংশ ও ডরিন পাওয়ারের ৫.৯৮ শতাংশ দর বেড়েছে।