ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার ২৭৭টি বা ৭০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.৩০ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ ইউনিটির দর ৬০ পয়সা বা ৪.৫৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ৩.৭০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৩.৩০ শতাংশ, নুরানী ডাইংয়ের ৩.০৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.৭৭ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্সের ২.৬৯ শতাংশ, আরএকে সিরামিকসের ২.৬১ শতাংশ, প্রগতি লাইফের ২.৩৬ শতাংশ ও তিতাস গ্যাসের ২.২৩ শতাংশ দর কমেছে।