পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৪০.৩৬ শতাংশ।
ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১৭৩ কোটি ৪৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১২৫ কোটি ১৮ লাখ টাকা। আলোচ্য সময়ে মিডল্যান্ড ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৩৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৪০ দশমিক ৩৬ শতাংশ।
বছরের প্রথম প্রান্তিকে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সায়।
উল্লেখ্য, বি ক্যাটাগরির মিডল্যান্ড ব্যাংক ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ।আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৭ পয়সা। শনিবার এ প্রতিবেদন লেখা পরযন্ত মিডল্যান্ড ব্যাংকের শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৮০ পয় সা দরে লেনদেন হচ্ছে।