ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

উত্থানের দিনেও লেনদেন তলানিতে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  শনিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা গত ৫ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২৬ ডিসেম্বর ডিএসইতে ২৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৩ কোটি  ৯৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১  হাজার ৭৮৮ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ১৩ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৭টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে  ১০ ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন