ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

সূচক কমল ৫৪ পয়েন্ট, লেনদেন ৩০০ কোটির নিচে

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বাড়লেও ৩০০ কোটির নিচেই অবস্থান করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২ কোটি ৬৬  লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৪ কোটি ১৭ লাখ টাকার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৫৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১  হাজার ৭৭০ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ১৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, দর কমেছে ৩১৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে  ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন