ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৫ পয়েন্টে অবস্থান করছে। যা গত সাত মসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকের। এদিন ডিএসইতে লেনদেনও তলানিতে নেমেছে।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর ডিএসই প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার৮৯৮ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৯ কোটি ৭৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ১০ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ২৯২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।