ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন

সূচক পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১০৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক  ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ৯৯টির, দর কমেছে  ২০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন