শোবিজের রঙিন দুনিয়া থেকে এবার নিজেকে গুটিয়ে নিচ্ছেন জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। দীর্ঘদিন ধরে ইসলামের পথে মনোনিবেশ করলেও এবার সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে নিজের অবস্থান জানালেন তিনি।
গত রোববার (১১ মে) রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে লুবাবা বলেন, ‘আমার এই পরিবর্তন প্রায় এক বছরের মতো। এটা কেবল আল্লাহর জন্য—লোক দেখানোর জন্য নয়।’
১৪ বছর বয়সী লুবাবা জানান, শোবিজে তার বর্তমান কাজগুলোও সীমিত পরিসরে এবং বাছাই করে করা। তিনি বলেন, ‘আমি যেসব ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, তারা জানেন—কাজের মাঝে নামাজের সময় হলে আমি আগে নামাজ শেষ করি। তারপর কাজ করি।’
ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে লুবাবা লেখেন, ‘আমি নিজেকে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চাই। যদি সেটা সম্ভব না হয়, তাহলে একদিন এই মিডিয়াকেও বিদায় জানাব। আমি চাই না আমার কারণে কেউ ভুল শিক্ষা পাক।’
সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য ও সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আমি খুবই ছোট একটি মেয়ে। কিন্তু কিছু মানুষ আমার পেছনে লেগেই আছে। যখন যা খুশি, আমার সম্পর্কে মিথ্যা বলে বেড়ায়। অনেক সময় ইগনোর করি, আবার মাঝে মাঝে কিছু বলতে বাধ্য হই।’