ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

কমিশনারের বিরুদ্ধে শেয়ার ব্যবসার অভিযোগ নিয়ে ব্যাখা দিয়েছে বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. মোহসিন চৌধুরীর বিরুদ্ধে শেয়ার ব্যবসার অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে কমিশন। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি স্পষ্ট করে জানায়, তিনি দায়িত্ব গ্রহণের পর শেয়ার বাজারে কোনও ধরনের লেনদেন বা ব্যবসায় জড়িত নন।

ত ১১ মে কয়েকটি জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় যে বিএসইসির কমিশনার আইন ভঙ্গ করে ব্যক্তিগত নামে শেয়ার ব্যবসা করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং প্রশ্ন তোলা হয় কমিশনের স্বচ্ছতা নিয়ে।

বিএসইসি জানায়, মোহসিন চৌধুরী ২০২১ সালে কমিশনে যোগদানের পূর্বে ব্যক্তিগত বিনিয়োগের জন্য একটি বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্ট খুলেছিলেন। তবে কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ওই অ্যাকাউন্ট বন্ধ করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট ব্রোকারকে নির্দেশ দেন অ্যাকাউন্টে থাকা সব শেয়ার বিক্রি করতে।

সেই অনুযায়ী বেশিরভাগ শেয়ার বিক্রি করা হলেও ফ্লোর প্রাইসের (নির্ধারিত সর্বনিম্ন মূল্য) কারণে ‘বেক্সিমকো লিমিটেড’-এর ২,২৩১টি শেয়ার বিক্রি করা সম্ভব হয়নি। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা। ফলে অ্যাকাউন্টটি পুরোপুরি শূন্য করা যায়নি এবং সিডিবিএল-এর (সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড) নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট বন্ধ করাও সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ওই বিও অ্যাকাউন্টে কোনো নতুন শেয়ার কেনা হয়নি, কোনো লেনদেন হয়নি এবং সেই অ্যাকাউন্ট থেকেও আর কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। উপরন্তু, যেসব মিডিয়া ভিত্তিহীন খবর প্রকাশ করেছে, তাদের উদ্দেশ্য নিয়ে কমিশন প্রশ্ন তোলে এবং এসব সংবাদকে ‘মনগড়া ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করে।

কমিশন সতর্ক করে দিয়ে জানায়, এ ধরনের অসত্য ও অপসাংবাদিকতা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বাজারের স্থিতিশীলতায় প্রভাব ফেলে। বিএসইসি আশা করে, ভবিষ্যতে গণমাধ্যম শেয়ারবাজার সংক্রান্ত সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীলতা দেখাবে এবং যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন