নতুন নকশায় গুগলের ইংরেজি (G) ‘জি’ লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল রঙ একসঙ্গে মিশে গেছে। লোগোটি প্রথমে রোববার (১১ মে) আইফোনের গুগল সার্চ অ্যাপে আপডেটের মাধ্যমে দেখা যায়।
প্রায় ১০ বছর পর বহুল পরিচিত চার রঙের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে টেক জায়ান্ট গুগল। স্মার্টফোন, ট্যাবলেটসহ বিভিন্ন ডিভাইসে ধাপে ধাপে হালনাগাদটি চালু হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে কোটি কোটি ব্যবহারকারী নতুন গুগল আইকন দেখতে পাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর দি ইনডিপেনডেন্ট ।

নতুন নকশায় গুগলের ইংরেজি (G) ‘জি’ লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল রঙ একসঙ্গে মিশে গেছে। লোগোটি প্রথমে রোববার (১১ মে) আইফোনের গুগল সার্চ অ্যাপে আপডেটের মাধ্যমে দেখা যায়। পরদিন এটি অ্যান্ড্রয়েড ডিভাইসেও গুগল অ্যাপের সর্বশেষ বিটা সংস্করণের মাধ্যমে পাওয়া যায়।
গুগল বলছে, ধাপে ধাপে নতুন লোগো সব ডিভাইসে চালু হবে ও ওয়েব ব্রাউজারের ট্যাবে নতুন ফ্যাভিকন (ছোট আইকন) হিসেবেও দেখা যাবে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি মানুষ গুগল ব্যবহার করে। ফলে এর লোগো বিশ্বের সবচেয়ে পরিচিত লোগোগুলোর একটি।

গুগলের সর্বশেষ বড় পরিবর্তন এসেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। টেক জায়ান্টটি তখন পুরোনো ‘শেরিফ’ ফন্টের বদলে আধুনিক ‘প্রোডাক্ট স্যান্স’ টাইপফেস ব্যবহার শুরু করে ও ছোট হাতের ‘g’-এর পরিবর্তে বৃত্তাকারে ‘G’ আইকন চালু করে।
ওই সময় গুগল জানিয়েছিল, বিভিন্ন ধরনের ডিভাইস ও ইনপুট পদ্ধতির (যেমন ট্যাপ, টাইপ, ভয়েস) জন্য উপযোগী একটি ডিজিটাল অভিজ্ঞতা তৈরিই ছিল লোগোর ডিজাইন কিংবা রং পরিবর্তনের উদ্দেশ্য।