ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ মে)  লেনদেনে অংশ নেওয়া ১৮৯টি বা ৪৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ২০ পয়সা  বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।

আর ৮০ পয়সা  বা ৯.৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সাউথবাংলা ব্যাংক পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-আইএফ আইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৭৫ শতাংশ,ইউসিবি ৯.৫২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৯.৫১ শতাংশ,ফার কেমিক্যাল ৯.১৩ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৮.৯৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৮.৭৫ শতাংশ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৮.৬০ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন