ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

৯ মাসে আইটি খাতে আয় কমেছে ৫ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলোর ইতোমধ্যে তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ কছে। এর মধ্যে আইটি খাতে তালিকাভুক্ত ১১ কোম্পানির মধ্যে ৫ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে।

ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, বিডিকম অনলাইন, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস লিমিটেড।

আমরা নেটওয়ার্কস

তিন প্রান্তিক মিলিয়ে বা বছরের ৯ মাসে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৭৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ২.৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ১ টাকা ৬৫ পয়সা বা ৬৮ শতাংশ।

বিডিকম

তিন প্রান্তিক মিলিয়ে বা বছরের ৯ মাসে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক  ৫৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৬০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ০.০২ পয়সা বা ৯৫ শতাংশ।

ড্যাফোডিল কম্পিউটার্স

তিন প্রান্তিক মিলিয়ে বা বছরের ৯ মাসে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৩৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল দশমিক ৪৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে  দশমিক ১২ পয়সা বা ২৫ শতাংশ।

ই-জেনারেশন

তিন প্রান্তিক মিলিয়ে বা বছরের ৯ মাসে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক  ৫৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ৬৪ পয়সা বা ৪৬ শতাংশ।

জেনেক্স ইনফোসিস

তিন প্রান্তিক মিলিয়ে বা বছরের ৯ মাসে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১০  পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৫৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ৪৮ পয়সা বা ১৮ শতাংশ।

এছাড়া বছরের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ও লোকসান করেছে তিন কোম্পানি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন