ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

আজ পুঁজিবাজার নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

পুঁজিবাজারে চলমান তীব্র মন্দার মুখে বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করার উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (১১ মে) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে এ সভা অনুষ্ঠিত হবে।


সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৬ মে) বৈঠকের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী ১১ মে দুপুর ১২ টায় “পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ” বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হলো।

চিঠি অনুসারে বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন