বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। তবে বড় দরপতন থেকে কিছুটা রক্ষা পেয়েছে পুঁজিবাজার। মূল্য সূচক কমলেও ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৪১৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১০ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ৪ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ১৯ দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২৩০টির এবং অপরবর্তিত রয়েছে ২৩টির।
সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসইর বাজার মূলধনও। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি ৩৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৬৩ শতাংশ বা ৪ হাজার ১২৫ কোটি টাকা।