ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

খুলনা পাওয়ারসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩০টি বা  ৫৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩.৯৫ শতাংশ কমে  ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১২ টাকা ৯০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনার্জি প্যাক পাওয়ারের ১৩.৫০ শতাংশ দর কমে সর্বশেষ ১৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এইচ.আর টেক্সটাইলের ১২.৬৯ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং ১১.৩৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিল ১১.২৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.২৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১০.৯৬ শতাংশ,ন্যাশনাল টির ১০.৬৭ শতাংশ, দুলামিয়া কটনের ১০.৫৫ শতাংশ ও এসকে ট্রিমসের ১০.৪৩ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন