আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি বা ৯৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আর ডিএসই প্রধান মূল্য সূচক ৯৯.৮৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। তবে কমেছে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৩৬৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫০ কোটি ৪০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ৪৬ লাখ টাকার।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ২৬ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭৭টির, দর কমেছে ১০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।