ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের ৪৮ মিনেটর মধ্যে ৩৫২টি কোম্পানির দরপতন হয়েছে। এতে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৭ পয়েন্ট। এই সময়ে ডিএসইতে ১৭৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট বা ১ শতাংশ কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, দর কমেছে ৩৫২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৩ পয়েন্ট কমেছে। এই সময়ে সিএসইতে ১ কোটি ৫২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।