ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

ভারত-পাকিস্তান যুদ্ধ: আতঙ্কে বড় ঝড় দেশের পুঁজিবাজারে

ভারত-পাকিস্তান যুদ্ধ আতঙ্কে বুধবার ব্যাপক দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি বা ৯৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৪৯ পয়েন্ট বা ৩ শতাংশ। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ভারত। এদিকে ওই হামলার জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে। এই সংঘাতের ঘটনা টানা মন্দাবস্থার ভেতর দিয়ে যাওয়া পুঁজিবাজারে বড় আঘাত হিসেবে নেমে আসে। অকারণ আতঙ্কে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির জন্য মরিয়া হয়ে উঠায় বাজারে বড় দরপতন হয়।

বুধবার ডিএসইতে ৫১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৩ কোটি ২৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকার।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪০ পয়েন্ট কমে ১  হাজার ৭৯৩ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ৪১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, দর কমেছে ৩৮৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৬  কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন