পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের হোয়াইট ফিসের পোনা সফলভাবে উৎপাদন হওয়ায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। কক্সবাজার জেলায় বীচ হ্যাচারি একমাত্র হোয়াইট ফিশের হ্যাচারি। এতে তাদের মাছের পোনার চাহিদা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মাছের ৬০ শতাংশ খাবার কোম্পানিটি নিজেই তৈরী করে। এরফলে মাছের খাবার খরচ কমেছে। এটা বীচ হ্যাচারির মূলধনের ওপর উল্লেখযোগ্য হারে প্রভাব ফেলেছ এবং ইপিএস বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ৩১ মার্চ,২০২৫ চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৮৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬০ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১ টাকা ২৮ পয়সা বা ২১৩ শতাংশ।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৪-মার্চ ২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৫৮ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল।
