ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:১২ অপরাহ্ন

এক্সপ্রেস ইন্স্যুরেন্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৬৭টি বা  ১৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৪১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেকিট বেনকিজার পিএলসি। আজ কোম্পানিটির দর  ১৮৩ টাকা ৪০ পয়সা  বা ৪.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ হাজার ৪৯৫ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৪.৭৪ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং ফিন্যান্স পিএলসি ৪.৩৪ শতাংশ, জাহিন টেক্স ৪.২৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ৪.২১ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৩.৮৪ শতাংশ, ইউনিলিভার কনজিউমার ৩.৮১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৩.৭৭ শতাংশ ও সোস্যাল ইসলামী ব্যাংকের ৩.৪৮ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন