ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

প্রগ্রেসিভ লাইফসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৯টি বা ৫০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৫.১২ শতাংশ কমে ৪৫ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৬০ টাকা ১২ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ১৩.৫১ শতাংশ দর কমে সর্বশেষ ৩৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৪৪ টাকা ৪০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ডেসকোর ১২.৮৭ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীডের ১২.৩০ শতাংশ, এনার্জি প্যাকের ১০.৭১ শতাংশ, মীর আখতারের ১০.৩১ শতাংশ, জিলবাংলা সুগার মিলের ৯.৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮ শতাংশ ও এইচ আর টেক্সটাইলের ৭.৯০ শতাংশ দরপতন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন