ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন

এপ্রিলের শেষ সপ্তাহেও দরপতন পুঁজিবাজারে, বাজার মূলধন কমেছে ৬ হাজার কোটি টাকার

সদ্য সমাপ্ত এপ্রিল মাসের শেষ সপ্তাহেও তীব্র দরপতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমেছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬ হাজার কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬  হাজার ৫৬৯ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি ১৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ০৪ শতাংশ বা ৬ হাজার ৮৮০ কোটি ৭৭ লাখ  টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪১০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩০৮ কোটি ৩  লাখ  টাকার লেনদেন বেড়েছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৪ দশমিক ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ কমে ৪ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২২.১২ পয়েন্ট কমে ১ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ১০ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৩৭টির এবং অপরবর্তিত রয়েছে ১৯৯টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন