পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলসের সহযোগী প্রতিষ্ঠান গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে সহযোগী কোম্পানি জে.এম ফেব্রিক্স শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মালেক স্পিনিং কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি জানায়, মালেক স্পিনিং সহযোগী প্রতিষ্ঠানের লভ্যাংশ বাবদ ১১ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা বিতরণ করবে।