ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

রহিম টেক্সটাইলের কারখানায় নতুন যন্ত্রপাতি স্থাপন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পুরাতন যন্ত্রপাতি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পুরাতন ওভেন ফেব্রিক ডাইং, প্রিন্টিং, নিট ফেব্রিক এবং কারাখার ফিনিশিং সুবিধা বন্ধ করবে। একইসাথে কোম্পানিটি কারখানায় নতুন আপগ্রেড যন্ত্রপাতি স্থাপন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি উচ্চ বিদ্যুৎ খরচ, আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা হ্রাস, বিক্রয়মূল্য হ্রাস এবং কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে কারখার পুরাতন যন্ত্রপাতি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যেখানে প্রতিদিন ৩০০ লাখ ইয়ার্ড উৎপাদন ক্ষমতা ছিল।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ সিমলেস ডাইং  ‍ুসুবিধা, নিট ডাইং এবং ওয়াশিং সুবিধা কোম্পানির গাজীপুরের শফিপুর কারখানায় স্থাপন করেছে। ইতোমধ্যে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে।

কোম্পানিটি আশা করছে আপগ্রেড যন্ত্রপাতি স্থাপনে কোম্পানির মুনাফা বৃদ্ধি পাবে। কোম্পানিটির পর্ষদ পুরাতন যন্ত্রপাতির মূল্য ১৯ কোটি ৯৮ লাখ টাকা অনুমোদন করেছে (৩১ মার্চ,২০২৫)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন