ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

প্রগ্রেসিভ লাইফসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৪৬টি বা ৭২  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৬ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শা্হজিবাজার পাওয়ার কোম্পানি। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৩০ পয়সা  বা ৯.৭৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে  প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৮১ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৬৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৬.৬১ শতাংশ, এনার্জি প্যাকের ৬.৪২ শতাংশ, বীচ হ্যাচারির ৬.২৩ শতাংশ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৬.০৬ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন