ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৮ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া ৯৪টি বা ২৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৫.৬৭ শতাংশ।
আর ২০ পয়সা বা ৪.১৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইসিবি ইম্পোরয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-িএশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৪.০২ শতাংশ, মেপার্ড ইন্ডাস্ট্রিজ ৩.৮৯ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৩.৮৪ শতাংশ,ইউনিয়ন ইন্স্যুরেন্স ৩.৪৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩.২৪ শতাংশ, জিকিও বলপেন ৩.২২ শতাংশ ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ২.৯৪ শতাংশ দর বেড়েছে।
