ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার

আগের সপ্তাহের মত গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যাবধানে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স কমেছে  ১২৪.৭৩ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ। তবে সপ্তাহের ব্যাবধানে বেড়েছে ডিএসইতে টাকার অংকে লেনদেন।

এদিকে সপ্তাহের ব্যাবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮৭ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬  হাজার ৩৪৫ কোটি ১৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭ হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ০৬ শতাংশ বা ৭ হাজার ৮৬ কোটি ৯ লাখ  টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১২২ কোটি ১  লাখ  টাকার লেনদেন বেড়েছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১২৪ দশমিক ৭৩ পয়েন্ট বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ৪ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৩৯ দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩২৪টির এবং অপরবর্তিত রয়েছে ১৫টির।

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন