ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

বীচ হ্যাচারিসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৪টি বা ৮২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বীচ হ্যাচারি লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৩৯.৭১ শতাংশ কমে ৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৯৬ টাকা ৭১ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডি ফিন্যান্সের ২৪  শতাংশ দর কমে সর্বশেষ ৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ১০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ২৩.১৪ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ব্যাংকের ২১.০৩ শতাংশ, ইস্টার্ণ ব্যাংকের ২১.০৩ শতাংশ, এডিএন টেলিকমের ১৯.০৯ শতাংশ,দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৮.৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৮.৪২ শতাংশ, আমরা নেটের ১৭.১৩ শতাংশ, ও খান ব্রাদার্সের ১৬.৮৫ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন