ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ন

একনজরে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৩৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮২ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ২.৬০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২.৫৫ শতাংশ, ফাইন ফুডসের ২.৫১ শতাংশ, এসিআইয়ের ২.২৯ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১.৭৭ শতাংশ,  ব্রাক ব্যাংকের ১.৬৯ শতাংশ ও লাভেলো আইসক্রিমের ১.৬৬ শতাংশ অবদান রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন