ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক আলোচনা শুরু

ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে হ্যানয়। এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে, যেখানে তিনি ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৪৬ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনার কথা জানান।

ওয়াশিংটনের অভিযোগ, চীনা পণ্য রপ্তানিতে ভিয়েতনাম সহায়তা করছে, যাতে চীন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক এড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বুধবার রাতে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী গুয়েন হোং দিয়েন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। আলোচনার পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, “এই বৈঠক আলোচনার নীতিগত কাঠামো ও পরিসর নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

২০২৫ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্র ছিল ভিয়েতনামের বৃহত্তম রপ্তানি বাজার। একই সময়ে, চীনা পণ্যের সর্বোচ্চ ক্রেতা ছিল ভিয়েতনাম, যার বার্ষিক আমদানির পরিমাণ ছিল ১৬১.৯ বিলিয়ন মার্কিন ডলার।

ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় একটি গোপন নথির বরাতে জানায়, চীনা পণ্যের উৎস শনাক্তে কঠোর নজরদারি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়ানো যায়।

অন্যদিকে, চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সম্প্রতি ভিয়েতনাম সফরে এসে মুক্ত বাণিজ্যের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং হুঁশিয়ার করেন যে, বেইজিং কোনো তৃতীয় পক্ষের ক্ষতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরোধিতা করবে, প্রয়োজনে প্রতিশোধমূলক পদক্ষেপও নেবে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন স্পষ্ট করে বলেছেন, “এই আলোচনার লক্ষ্য কোনো তৃতীয় দেশের বাজারে নেতিবাচক প্রভাব ফেলা নয়।”

যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে আলোচনায় ভিয়েতনাম আগ্রহী বলে জানান দিয়েন। তিনি বলেন, “পারস্পরিক স্বার্থ ও যৌথ ঝুঁকির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌক্তিক সমাধানে পৌঁছাতে আমরা প্রস্তুত।”

গ্রিয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশ খুব শিগগিরই এমন একটি সমাধানে পৌঁছাবে যা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও স্থিতিশীল ও লাভজনক করে তুলবে।

উল্লেখযোগ্য যে, ভিয়েতনাম দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কৌশলী ভারসাম্য রক্ষায় “বাঁশ কূটনীতি” অনুসরণ করে আসছে, যা আবারও তাদের কৌশলগত দূরদর্শিতা প্রমাণ করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ