ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ন

দেশ জেনারেল ইন্স্যুরেন্সসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে (১৩-১৭ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৭টি কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৪১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ২৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার  দর ২০.৪১ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১৪ টাকা ৭০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ১৭ টাকা ৭০ পয়সা দাঁড়িয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের ১৫.৮৬  শতাংশ শেয়ার দর বেড়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ার কোম্পানির ১৩.৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১১.৭৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৮.৭০ শতাংশ,গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৭২ শতাংশ,এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের৭.৫৩ শতাংশ,ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৬.৮৩ শতাংশ ও এনআরবি ব্যাংকের ৬.৩৫ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন