পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ মোজাম্মেলে হোসেন তার পুত্র ও কন্যার কাছে শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোজাম্মেল হোসেন তার পুত্র মোহাম্মদ আল নাহিয়ানকে ২২ লাখ ৭০ হাজার ৮০০ শেয়ার উপহার দেবে। আর কন্যা নওশিন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০ শেয়ার উপহার দেবে। এর দুজনে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার।
মোজাম্মেল হোসেন আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সিস্টেমের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করতে পারবে।
