বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়ছে সিমেন্ট খাতে। আলোচ্য সপ্তাহে এ খাতে ৬.৯ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে সিমেন্ট খাতের ৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে দুইটি রয়েছে বহুজাতিক কোম্পানি। বাকী পাঁচটি দেশীয় কোম্পানি।
গত সপ্তাহে সিমেন্ট খাতে দর বেড়েছে মাত্র দুই কোম্পানির। এ খাতের সবচেয়ে বেশি দর বেড়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির। শেয়ারটির দর সপ্তাহের ব্যবধানে ২৭.৬১ শতাংশ বেড়েছে। আর এই একটি কোম্পানি পুরো সিমেন্ট খাতকে দর বৃদ্ধির শীর্ষ নিয়ে গেছে।
সপ্তাহের শুরুতে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর ২১৪ টাকা ৪০ পয়সা ছিল। যা সপ্তাহ শেষে ২৭৩ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫৯ টাকা ২০ পয়সা বেড়েছে।

জানা গেছে, সামনে হাইডেলবার্গ সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করবে। আর কোম্পানিটির লভ্যাংশ ঘোষণাকে সামনে রেখে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
লাফার্জহোলসিম
লাফার্জহোলসিমের শেয়ার দর গত ৯ ও ১০ এপ্রিল ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে শেয়ারটির দর ৪৫ টাকা ১০ পয়সা থেকে ৪৭ টাকা ৭০ পয়সা পরযন্ত বৃদ্ধি পোয়েছে।
ইতোমধ্যে লাফার্জহোলসিম ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এদিকে সিমেন্ট খাতে তালিকাভুক্ত বাকী ৫ কোম্পানি জুন-ক্লোজিং। এর মধ্যে চারটির দর কমেছে একটির দর অপরিবর্তিত রয়েছে।