ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:২০ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮০৯ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮০৯ কোটি টাকার লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬২৭ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮০৯ কোটি  ২৬ লাখ  টাকার লেনদেন বেড়েছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বা  দশমিক ২৭ শতাংশ কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২৩৫টির এবং অপরবর্তিত রয়েছে ১৯টির।

এদিকে কমেছে ডিএসইর বাজার মূলধন।চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি ৮১ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি ১৭ লাখ টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৩৩ শতাংশ বা ২ হাজার ২২২ কোটি ৩৬ লাখ  টাকা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,